রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলায় ইউসুফপুর খানকায়ে ছালেহিয়া মুহিব্বিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে এবং হেফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১৩তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত অত্র মাদরাসা মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার সভাপতি ও গৌরীপুর মুক্তি মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডা. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ। অত্র মাদরাসার মুফতি মোহাম্মদ আলী হুসাইন সাঈফীর পরিচালনায় প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেনÑ রঘুনাথপুর দরবারের মাওলানা মো. হাবিবুর রহমান, গৌরীপুর পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মুফতি নেছার উদ্দিন আল মুস্তাফী। আমন্ত্রিত ওলামাগণ হচ্ছেন- মাওলানা মোহাম্মদ আলী হোসাইন, মুফতি মোহাম্মদ লোকমান হোসেন, হাফেজ ক্বারী হাছান মাহমুদ সাঈফী, মাওলানা অলিউর রহমান, মাওলানা মো. নাজমুল হাসান প্রমুখ। ওয়াজের পর আখেরি মুনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।