Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ দিনেও খোঁজ মিলেনি তালহার

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

জেলার বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত জিন্নাহ আলীর পুত্র এবং একই উপজেলার জিধুরী হাফিজিয়া মাদরাসার নূরানী ক্লাশের এতিমছাত্র মো. আবু তালহা (১০) গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাড়ি হতে মাদরাসার কথা বলে যাওয়ার পর আজ পর্যন্ত ফিরে না আসায় তার বিধবা মাতা ও আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে পরেছেন। ঐ ছাত্রের বিভিন্ন আত্মীয় স্বজন এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মা মোছা. মনোয়ারা গত ২৪ ফেব্রুয়ারি বেলকুচি থানায় সাধারণ ডায়রি করেন। তালহার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা প্রায় ৩ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তালহার পড়নে ছিলো সাদা গেঞ্জির সাথে সোয়েটার ও সাদা পায়জামা। ছেলেকে হারিয়ে মা এখন আর্তনাদ করছে কখন ফিরে পাবে তার ছেলেকে। তিনি তার ছেলেকে ফিরে পেতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছে। তার সন্ধান পেলে তার মামা মোবাইল ০১৮৮৯৪১১৫৫৬ ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রেজাউল করিম মোবাইল, ০১৭৩০১৯৩৮৯৮ এই নম্বর যোগাযোগ করতে অনুরোধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ