Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

মাদক বিক্রেতার যাবজ্জীবন

যশোর ব্যুরো
নড়াইলের রামচন্দ্রপুর গ্রামের মাদক কারবারি মাসুদ শেখকে (৪০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা প্রতিনিধি মামলার বিবরণে জানান, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুর বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


গাছ থেকে পড়ে মৃত্যু
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে নারিকেল গাছ থেকে পড়ে গাউস মুন্সি (৬০) নামে এক ডাব ব্যাবসায়ীা মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মোল্লাহাট উপজেলার চর গোবরা এলাকায় ডাব পাড়তে গাছে ওঠে, অসাবধানতা বশত গাছ হতে পড়ে মৃত্যু ঘটে। গাউস মুন্সি দেড়বোয়ালিয়া গ্রামের মৃত রজো মুন্সির পুত্র।
স্থানীয়রা জানান, গাউস মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারিকেল গাছ মালিকের থেকে ডাব কিনে তা পেড়ে বিক্রি করে আসছেন। গতকাল রোববার তিনি ডাব পাড়তে গাছে ওঠে পড়ে যান। এসময় তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মাদকবিরোধী সমাবেশ
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা
সোনাগাজী সদর ইউনিয়নে বিট পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়। গতকাল চেয়ারম্যান উম্মে রুমার সভাপতিত্বে, বিদ্যুৎ মহাজন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন মাহমুদ লিপটন। আলোচক হিসাবে বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি বাহার উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক এবিছিদ্দিক দুলাল, উপজেলা আ.লীগ সদস্য মোহাম্মদ রফিক, সহ-শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষার্থী, সাংবাদিক এবং সদর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞান মেলা
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠিতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড গত শনিবার বিকেল থেকে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, ঝালকাঠির জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে, মেলা আয়োজন করেছেন। মেলার ২৩টি স্টলে জেলার ৪টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের অর্ধশতাধিক ‘প্রজেক্ট’ প্রদর্শিত হচ্ছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ