Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারপাশে ধ্বংসযজ্ঞ, পরিবার নিয়ে দুশ্চিন্তায় ইউক্রেনীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০১ পিএম

দেশে যেতে পারছেন না। চেনা শহর ধ্বংসের দ্বারপ্রান্তে। বোমার আঘাতে গুঁড়িয়ে গেছে বহু বাড়িঘর। পুরো পরিবার রয়েছে ইউক্রেনে, আর তিনি মুম্বাইয়ে। বলিউডের টানে ভারতে এসেছিলেন নাতালিয়া কোজেনোভা। এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যদের কি আর দেখতে পাবেন? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে তাকে।

এক ভারতীয় গণমাধ্যমকে সাবরিনা জানিয়েছেন, ‘ক্রমাগত খবর দেখে চলেছি। এই কি আমার দেশ! আমার ভয় লাগছে। আমি কি দুঃস্বপ্ন দেখছি? আমার পরিবার ওখানে রয়েছে। ওদের আবার দেখতে পাব তো?’

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণ সাগরের উপকূলবর্তী এলাকা খেরসনে বেড়ে ওঠা এই মডেল বলেন, ‘খেরসন খুব নিরিবিলি ছোট্ট একটি গ্রাম। কিন্তু আজ সেখানে বারুদ-বোমার দমবন্ধ করা ধোঁয়া, কান ফাটানো আওয়াজ। আমার পরিবারকে এত ভয় পেতে আগে দেখিনি। বোমার শব্দে ঘুম ভাঙছে ওদের।’

শঙ্কা প্রকাশ করে কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘আমাদের তো বেসমেন্ট নেই যে, সেখানে গিয়ে পরিবার আশ্রয় নেবে। সবাই বাড়িতে নিজেদের বন্দি করেছে। কিন্তু এভাবে কতদিন? খাবারও তো শেষ হয়ে আসছে।’

রাশিয়ার হুঁশিয়ারির বিষয়ে আগে থেকেই জানতেন সাবরিনা। কিন্তু হামলা হতে পারে, সেটি বুঝতে পারেননি। এই অবস্থায় দেশেও ফিরে যেতে পারছেন না তিনি। ভারতে এই মডেল নিরাপদে থাকলেও, তার পুরো পরিবার বিনিদ্র রাত কাটাচ্ছে। আপাতত সাবরিনার একটাই প্রার্থনা, পরিবার যেন নিরাপদে থাকে।

উল্লেখ্য, ইউক্রেনের রিভন শহরের বাসিন্দা নাতালিয়া। ২০১২ সালে ‘আনজুনা বিচ’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন। তারপর ‘সুপার মডেল’, ‘তেরে জিসম সে জান তক’, ‘অতিথি তুম কব যাওগে’র মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অল্ট বালাজি প্ল্যাটফর্মের ‘গন্দি বাত’ সিরিজেও দেখা যায় নাতালিয়াকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ