বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন পৌর পরিষদ। আজ (২৭ ফেব্র“য়ারি) রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সৈয়দপুর পৌরসভার মেয়রের নির্দেশক্রমে এ দখলমুক্ত অভিযান চলানো হয় এমনটি জানিয়েছেন, অভিযানে নেতৃত্ব দানকারী সৈয়দপুর পৌরসভার বাজার পরিদর্শক নাদিম আহমেদ। এ সময় পৌরসভার প্রায় ৫০জন কর্মচারী উপস্থিত ছিলেন।
দেখাযায়, শহরের ব্যবসায়ীরা মূল দোকানকে গোডাউন করে এবং ফুটপাতকে দোকান বানিয়ে ব্যবসা করছে। দোকানীদের এই দখলদারিত্বে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পৌর শহরের বিভিন্ন সড়কগুলোতে এভাবে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রাস্তায় ব্যবসা পরিচালনা করছেন। এতে করে ক্রমান্বয়ে সড়ক সংকোচিত হচ্ছে। এমতাবস্থায় সড়কে চলতে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত।
শহরের গুরুত্বপূর্ণ বেশিভাগ সড়ক এখন ব্যবসায়ীদের দখলে। পথচারীদের অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। এতে করে ছোট্ট বড় দূর্ঘটনা লেগেই থাকে। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চলে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাত আবারও দখলে চলে যায়। এমন পরিস্থিতিতেই ফুটপাত দখলমুক্ত করতে পৌর পরিষদের এ উদ্যোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।