বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরীর দক্ষিণ সুরমার পারাইরচক থেকে সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন স্থানান্তরে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে একটি পত্র দিয়েছেন স্থানীয় সিলেটে-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর দপ্তরে এ পত্রটি পৌছেছে। পত্রের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, পত্রটি আজ মেয়রের কার্যালয়ে পৌছে দিয়েছি। মেয়র কার্যালয়ে উপস্থিত না থাকায়, অফিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা চিঠিটি গ্রহন করেছেন। পত্রে এমপি হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেন, ‘দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ রােডের পারাইরচক নামক স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক সিলেট বিভাগীয় স্টেডিয়াম-২ এর জন্য উক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। উক্ত স্থানটি পীর হবিবুর রহমান চত্বর হতে মাত্র কয়েক মিটার পশ্চিমে ঢাকা-সিলেট প্রস্তাবিত ৬ লেনের পাশেই হওয়ায় স্থানটিতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্থাপন করা হবে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করবে। দক্ষিণ সুরমা উপজেলায় কোন স্টেডিয়াম না থাকায় যুব সমাজ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া, উক্ত ডাম্পিং স্টেশন হতে মাত্র ৩ কিলােমিটার দূরে ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস, ২ কিলােমিটার দূরে সিলেট বিভাগীয় কমিশনার ও উপ মহাপুলিশ পরিদর্শকের কার্যালয় ও বাসভবন, সিলেট শিক্ষাবোর্ড, বিআরটিসির বাস ডিপোসহ বিভিন্ন সরকারি কার্যালয় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেকোন শহরতলি এলাকার ৫০ কিলোমিটার সীমানার ভিতরে কোন থাকতে পারবে না ডাম্পিং স্টেশন।’ পত্রে এই স্টেডিয়ামের পাশ থেকে সিটি কর্পোরেশন কর্তৃক ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নিকট জোর সুপারিশ জানান এমপি হাবিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।