Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে মৃত্যুর কারণ লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী তার নিজ নামে ফেসবুক আইডিতে মৃত্যুর কারণ লিখে আত্মহত্যা করেছে। রোববার ভোররাতে ময়মনসিংহ শহরের একটি হোটেলে তিনি আত্মহত্যা করেন। জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের লাল মিয়ার ছেলে স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০)। তিনি দীর্ঘদিন যাবত ঈশ্বরগঞ্জ পৌর বাজার গো-হাটা সংলগ্ন স্বর্ণের ব্যবসা করে আসছিলো পাশাপাশি ঈশ্বরগঞ্জ জুয়েলারী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেনও তিনি। এরই মাঝে জাহাঙ্গীর আলম র‌বিবার ভোররাতে ময়মনসিংহ শহরের চরপাড়ায় অবস্থিত সরগরম হোটেল ভবনের ২য় তলার একটি কক্ষে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান (রাসেল) কাকনহাটি গ্রামের হাছেন আলীর ছেলে কাঞ্চন মিয়া ও কাঞ্চন মিয়ার ছেলে মিলন মিয়া, সুজন মিয়া ও অন্তর মিয়াকে তার মৃত্যুর জন্য দায়ী উল্লেখ করে ফেসবুকে তার নিজ টাইমলাইনে একটি পোস্ট দেন। এব্যাপারে নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রীর ভাই বাবুল মিয়া বলেন, জাহাঙ্গীর শারিরীকভাবে ভীষণ অসুস্থ ছিল। ব্যবসাও ভাল যাচ্ছিল না। অনেকের কাছে তিনি টাকা পেতেন এবং অনেকেও তার কাছে টাকা পেতো। হতে পারে কাহারো সাথে ঝগড়াঝাটি করে মৃত্যুর পথ বেঁচে নেয়। তবে তার মৃত্যুর প্রকৃত ঘটনা সম্পর্কে আরও পরে বলা যাবে বলেও জানান তিনি। জাহাঙ্গীরের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, যেহেতু জাহাঙ্গীর জেলা শহরে মারা যায় তাই সবকিছুই ময়মনসিংহ কোতোয়ালী থানায় হচ্ছে। তবে জাহাঙ্গীরের বাড়ি ঈশ্বরগঞ্জ হওয়ায় থানা থেকে পুলিশ পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ