Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জহির সভাপতি, সাঈদ সম্পাদক নির্বাচিত

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫৪ এএম

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশন সাক্ষরিত এক পত্রের মাধ্যমে নির্বাচনি ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে এডভোকেট মোঃ জহিরুল ইসলাম ১৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট লুৎফর রহমান ঢালী পেয়েছেন ৬৭ ভোট। এডভোকেট মোঃ আবু সাঈদ ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. তাজুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট। ৯২ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এড. অমিত ঘটক চৌধুরী, সহ-সভাপতি এড. জালাল আহমেদ সবুজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এডভেকেট আসিফ হোসেন সেজান, লইব্রেরী সম্পাদক এড. মোঃ খবির উদ্দিন ও অডিটর পদে এড. বজলুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন এড. আসাদুল ইসলাম শুভ্র, এড. মোঃ নজরুল ইসলাম, এড. দেলোয়ার হোসেন রাজু, এড. রাশিদা মির্জা ও এড. আজিজুর রহমান রোকন। এই নির্বাচিত কমিটি আগামী এক বছর জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্ব প্রদান করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির ২৫০ জন সদস্য রয়েছে। ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ২৪১ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচিত করেছেন। আগামী এক বছর এই কমিটি জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্ব দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ