Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বদরগঞ্জে দোকানে বাস ঢুকে ১০ যাত্রী আহত

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের বদরগঞ্জে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের মুদিদোকানে ঢুকে পড়ায় বাসের ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে পার্বতীপুরগামী জাবেদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-চ ৮৭৯৯) মধুপুরের বোর্ডঘর এলাকায় পৌঁছে ইট বহনকারী একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মুদিদোকানে ঢুকে পড়ে। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ