Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূ নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে তিনতলা ভবন থেকে পড়ে শারমিন খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত শারমিন শাজাহানের মেয়ে। শনিবার ৪ টার দিকে নিজেরদের বাড়ির তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়। ছয় বছর আগে চুয়াডাঙ্গা সদর থানার গোস্তবিয়ার এলাকার মাহবুর নামে এক ব্যক্তির সাথে শারমিনের বিয়ে হয়েছিল। নিহত গৃহবধূর চার বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সংবাদকর্মী মোমিনুর রহমান মন্টু জানান, শারমিনের মা বাবা কেউ বাড়িতে ছিলেন না। চারতলা ভবনের ওই বাড়িতে শারমিনরা চারতলায় বসবাস করে। বাকি নীচর তলাগুলো এখনো নির্মাণাধীন। তবে প্রতিবেশীদের ধারনা শারমিন গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলতে তিনতলা ছাদে এসেছিল। সেসময় হয়তো অসাবধানতাবসত পড়ে যেতে পারে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিভাবে সে ছাদ থেকে পড়ে গেছে তা বলতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ