রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেলেও মহাগ্রন্থ পবিত্র কুরআন পুড়েনি। অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ভষ্মিভূত হয়েছে। ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ মেসার্স বাবুল লইব্রেরি এন্ড অফসেট প্রেসের মালামাল পুড়লেও লাইব্রেরিতে থাকা কুরআন শরীফ অক্ষত আছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে গত শুক্রবার দেখা যায়, আগুনে কভার ও পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষর পুড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষত কুরআন শরীফের ছবি ভাইরাল হয়েছে। কুরআন শরীফ দেখতে শুক্রবার পৌর শহরে অসংখ্য মানুষের সমাগম হয়।
বাবুল লাইব্রেরী এন্ড অফসেট প্রেসের মালিক মো. রুহুল আমিন বাবুল জানান, আগুনে ডিজিটাল অটো অফসেট প্রেস (৩টি), ডিজিটাল ফটোকপি মেশিন (২টি), কাটিং মেশিন, প্লেট, কালি, মূদ্রণ কাগজ, বই, অফিস স্টেশনারি মালামাল, ট্রাভেল ব্যাগ, ফার্ণিচার ও ঘরসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেলেও লক্ষাধিক টাকার আল্লাহর কালাম কুরআন শরীফ পুড়ে নাই। তিনি আল্লাহর নিকট শুকরিয়া জানান।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, সহকারী কমিশনার সাখাওয়াত জামিল সৈকত ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।