Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের নর্থচ্যানেলে বাড়ছে অপরাধ প্রবণতা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ফরিদপুর সদর থানার নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন জায়গায় অপরাদ প্রবনতা বাড়ছে। সাথে যোগ হয়েছে অবৈধ মাদক বেচা বিক্রি। এতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। পাশাপাশি শহর থেকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ বিপদগামী উশৃঙ্খল যুবকদল পদ্মারচর এলাকার উঠতি বয়সি মেয়েদের এবং স্কুলে পড়ুয়া মেয়েদের খুবই জালাতন করছেন বলে ব্যাপক অভিযোগ উঠছে।
সবচেয়ে নর্থচ্যানেল ইউনিয়নের সওার বিশ্বাসের ডাঙি গ্রামটিতে চলছে অব্যাহত সন্ত্রাস ও ইপ্টিজিংয়ের মত কর্মকাণ্ড। অন্যায়-অপরাধ, সন্ত্রাসী কর্মকান্ড, মারামারি, বাড়ি-ঘর ও দোকানে হামলার খবর পেয়ে এলাকায় ছুটে যান গণমাধ্যম কর্মীরা। সেখানে গেলে সওার বিশ্বাসের ডাঙ্গীতে ১০/১২ জনের একদল সন্ত্রাসীর কথা বললেন সাহানাজ পারভীন স্বামাী নবু খান।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মো. আলেপ মেম্বরের সাথে তিনি গণমাধ্যমকে জানান, আমীরুল ও তার বাহিনী গত একমাসে এলাকার ১০/১২ জন মারধর করছে।
তার মধ্যে ৩ জন নারী একজন দোকানদার, বাকিরা মাঠের কৃষক। হামলার শিকার ব্যবসায়ী মোহম্মদ আলী পিতা, নিজাম বেপারী গণমাধ্যমকে জানান, আমি আমীরুলকে মাল বাকি দেইনি বিধায় আমার দোকানে ডুকে আমাকে এবং ছেলে স্ত্রীকে মারধর করে। থানায়ও অভিযোগ দিয়েছি।
আমীরুলের হাতে গত ৮ জানুয়ারি, ধারালো অস্ত্রের আঘাতে আহত হন, নবু খান (৪০) খান, ওমর খান (৩৫), লালন খান (২৫), উভয় পিতা. আলেপ খান, মজিরন (৪২) স্বামাী নাছির, উভয় সাং সওার বিশ্বাসের ডাঙি, আহত সকলেই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এই ঘটনায়ও থানায় অভিযোগ হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. শওকত বিশ্বাস (৫০) পিতা. মুনছের বিশ্বাস, ফেলু বেপারী (৮০) পিতা হাকিম বেপারীকে সাথে নিয়ে অভিযুক্ত সওার বিশ্বাসের ডাঙি এলাকার আমীরুলে বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাক হোসেন (মোস্তাক) ও নর্থচ্যানেল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোফাজ্জেল হোসেন বলেন, আমীরুলসহ তার ১০/১২ জনের সন্ত্রাসী গ্রুপ আছে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এমএ জলিল এবং ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার উভয়ে বলেন, কোন অপরাধী আইনের উর্ধ্বে নয়। অপরাধীকে আটকের চেষ্টা অব্যাহত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ