Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ দিনেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ

ধামরাইয়ে সাবেক সচিব ও রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতি

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্যের ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। তবে গত ৩ দিনেও লুন্ঠিত মালামাল উদ্ধার, এমনকি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ও ওসি (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, সাবেক রাষ্ট্রদূত ও সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতরা খুব শিগগির ধরা পড়বে। জানা গেছে, সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন অবসরে যাওয়ার পর গত এক বছর ধরে উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের নিজ বাড়ির দু’তলা ভবনে স্ত্রী রওশন আরা হোসেন, বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে নিলয় (৪৫)কে নিয়ে বসবাস করে আসছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ৮/১০ জনের একদল ডাকাত দ্বিতীয় তলায় সোহরাব হোসেন, তার স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পাশের রুমে কেয়ারটেকার নজরুল ইসলাম ও রাব্বানির হাত-পা বেধে রেখে নগদ ৪ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সাবেক সচিবকে হুমকি দিয়ে বলেছে ‘মামলা করলে আপনার গাড়ি পুড়িয়ে দিব স্যার’।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহম্মদ বলেন, আমরা ৪ ভাই মুক্তিযুদ্ধা। আমার এ মেজো ভাই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনাটি অনাকাঙ্খিত। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
একই রাতে একই ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর উজ্জামানের বাড়িতে ও ডাকাতরা হানা দেয়। তবে এ বাড়ি থেকে ডাকাতেরা কিছুই নিতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ডাকাতির ঘটনা তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ