Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

অজ্ঞাত লাশ উদ্ধার
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের রামপালে অজ্ঞাত এক ব্যাক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রামপাল উপজেলার বাইতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের গিলাতলা খালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
রামপাল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, এখনও পর্যন্ত লাশটি কোন পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে ওসি জানান।


৮ আসামি গ্রেফতার
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ পিপিএম বার-এর নির্দেশনায় মেঘনা থানাকে অপরাধ মুক্ত করার প্রত্যয়ে ওসি মো. ছমিউদ্দিনের নেতৃত্বে গত শুক্রবার দিবাগত রাতে মেঘনা থানার একাধীক টিম ঢাকা, নারায়নগঞ্জসহ মেঘনা থানার বিভিন্ন স্থান থেকে রাতভর অভিযান পরিচালনা করে ৮ জন পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে মো. সজল মুন্সি, মো. শেখ আলম, বিল্লাল মুন্সি, মো. সাগর, মাধবপুর গ্রামের খবির মুন্সির স্ত্রী জোসনা বেগম, জয়নগর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে মো. মোর্শেদ মিয়া, জয়নগর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. মনির মিয়া, মানিকারচর গ্রামের মো. অলি মিয়ার ছেলে মো. টিপু। পরোয়ানাভূক্ত আসামিদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন এসআই আহমেদ মোর্শেদ, এসআই মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। গ্রেফতারকৃত আসামিদের গতকাল শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঝুলন্ত লাশ উদ্ধার
বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা এলাকায় এ ঘটনা ঘটে। সে পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে বৃদ্ধের ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার, খালেক সরকারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত দুই তিন দিন ধরে এই জমি নিয়ে ঝগড়া হয়। গত শুক্রবার রাত ৮ টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হয়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাকে পায়নি। গতকাল শনিবার ভোরে স্থানীয়রা বৃদ্ধের বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো গোটা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যেদের খবর দেয়। পরে থানায় খবর দিলো পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
বেলকুচি থানা ওসি গোলাম মোস্তফা বলেন, খরব পেয়ে ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। মৃতের পরিবার থেকে যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ