Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩৫০০ মিটার ভাসান জাল জব্দ হলো হালদা নদী থেকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৫ পিএম | আপডেট : ১১:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। অভিযানে ৩ হাজার ৫০০ মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান। তিনি বলেন, হালদা নদীর কচুখাইন, চান্দগাঁও থানার ছায়ার চর ও হালদা-কর্ণফুলী নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার সুতার ভাসান জাল জব্দ করা হয়েছে।

গত ১০ জানুয়ারি হালদায় অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করে হাটহাজারী উপজেলা প্রশাসন। ১২ জানুয়ারি ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছিল। এছাড়া ৯ ফেব্রুয়ারি হালদা নদীতে অভিযান চালিয়ে বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে স্থাপন করা ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বা জাল বসানোর বাঁশের খুঁটির বিশেষ যন্ত্র এবং ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছিল নৌ পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ