Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের সৃষ্টিশীল উদ্ভাবনীতে কুমিল্লায় শেষ হলো বিজ্ঞান মেলা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২৭ পিএম

বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে আশাবাদ ব্যক্ত করে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে তাদেরকে সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিথি বক্তা ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রভাষক রাকিব হাসান।
অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম,
জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গুণীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ