Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবরাহিম-তালহা স্বাধীনতা কাপ নাইট মিনি ফুটবল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৬ পিএম

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ইবরাহিম-তালহাময় ২য় স্বাধীনতা কাপ নাইট মিনি ফুটবল ২০২২ টুর্ণামেন্ট। গতপরশু টান টান উত্তেজনার ফাইনালে চ্যাম্পর স্টার পশ্চিমভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিলেশন মাইক এন্ড ডেকোরেটার্স কুচাই। রাত সাড়ে ১০ টায় অনুষ্ঠিত ফাইনালটি উপভোগ করতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। শীতের আমেজে দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল সিলেটের বৃহৎ এ মিনি ফুটবল টুর্ণামেন্ট। টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইবরাহিম খলীল ও সাধারণ সম্পাদক তালহা আহমদ এর যৌথ পরিচালনার সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল হক শিপু। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রউফ দারা, সিলেট জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সুহেল আহমদ ও সিনিয়র সাংবাদিক ফয়সাল আমীন।

এছাড়া বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এসএমপি মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহ পিপিএম, সাবেক কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজ, আ’লী নেতা আক্তার হোসেন রাসেল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল হক শিপু।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী গুলজার আহমদ, আব্দুর রউফ দারা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদ হোসেন শাহীন, সাদেক আহমদ, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা ইকবাল হোসেন মিঠু, লিটন আহমদ, রেজাউল করিম রাজন, কামরুল ইসলাম, নুরুল আলম শুকন, রুপম আহমদ, সেবুল আহমদ সাগর, মাজেদ আহমদ, রুবেদ আহমদ, এমাদ আহমদ, হুসিয়ার আল মামুন, টুর্ণামেন্ট কমিটির সহ সভাপতি নাহিদ আহমদ, সামাদ আহমদ, বুলবুল আহমদ, জাবেদ আহমদ, এমরান আহমদ, হাসান আহমদ, মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, মিনহাজ, জাকারিয়া, জাবের, ফরহাদ,মীর, মোস্তাকিম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ