Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যন্ত্র দিবে বন্যার পূর্বাভাস, বিপৎসীমা পার হলে বাজবে সংকেত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে তিনদিন ব্যাপী ৪৩ বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালেক্টরেট চত্তরে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলার পহেলা দিনে শিবগঞ্জের হুমায়ুন রেজা উচ্চ বিদ্যায়লের শিক্ষার্থীরা একটি প্রজেক্ট নিয়ে অংশ গ্রহণ করেন। প্রজেক্টির নাম " বন্যার সতর্ক যন্ত্র"।

প্রজেক্টটি নিয়ে আসেন ওই স্কুলের দশম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীরা। ওই সব শিক্ষার্থীরা হলেন, মনাকষা চৌকা এলাকার বিধান, হাসিবুল, জিলানী, পারচোকা এলাকার শহিদুল ও খড়িয়াল এলাকার সৈকত।

ওই শিক্ষার্থীদের প্রধান হলেন বিধান। তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, ককসিট, ডিসপ্লে, কপার, পাইপ, বৈদ্যুতিক তার, স্কেল, ব্যাটারি, এলইডি বাল্ব, হর্ণ, রঙিন কাগজ, ট্রানজিস্টারসহ মোট ১৩টি উপকরণ দিয়ে এ যন্ত্রটি আমরা বানিয়েছি। এ যন্ত্র ব্যবহার করলে পানির মাত্রা সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিতে জানাতে পারবে।

তিনি আরও বলেন, খুলনায় হঠাৎ বন্যায় নদীর পাড়ের মানুষ জন সব হারিয়েছিল। নদীতে যদি এ যন্ত্রটি ব্যবহার করা হয়, তাহলে পানি বাড়ার সাথে সাথে সতর্কতা মূলক বার্তা (সাউন্ড) দিবে এ যন্ত্রটি। ফলে সেখান কার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার সুযোগ পাবে।

ওই স্কুলের সহকারী শিক্ষিকা বেনজিরা বেগম জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা প্রাথমিক ভাবে সে যন্ত্রটা উদ্ভাবন করেছে এটা প্রশংসনীয়। তাদের যেটুক মেধা আছে সেটুক দিয়ে তারা প্রাণপণ চেষ্টা করেছে। এ যন্ত্রটিকে গবেষণাগারে পাঠালে ভালো কিছু হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্কেল দিয়ে পানির মাত্রা নির্নয় করা হয়। এ যন্ত্র টি নদীতে ব্যবহার করলে, নদীর পানির যে মান এটা সঠিকভাবে জানা যাবে। ফলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবেনা বলে মনে করেন জেলার সচেতন ব্যক্তিরা।

 



 

Show all comments
  • MD DELUWAR DELUWAR ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩২ পিএম says : 0
    কাজে লাগানো হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ