বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশব্যাপী ‘একদিনে এক কোটি’ কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৮ হাজার ৪শ’ মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সারাদিন ১৫ হাজার ৬৭৮ জনকে টিকা দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়। টিকা পেতে আগে থেকে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগছে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও নির্ধারিত কেন্দ্রগুলোয় গিয়ে টিকা নিতে পারছেন।
এক কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া গণটিকা কার্যক্রম আরও দুই দিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গণটিকা কার্যক্রমের শনিবার উপজেলার কেন্দ্রগুলোতে ছিল মানুষের ঢল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছে মানুষ। নির্দিষ্ট সময়ের পরও দেয়া হয়েছে ভ্যাকসিন। তারপরও টিকা না পেয়ে ফিরে গেছেন অনেকে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নেই, তারাও এদিন টিকা নিয়েছেন।
শনিবারের পর থেকে আর করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে না, এমন খবরে টিকা কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। টিকা পেতে কেউ কেউ লাইনে দাঁড়িয়েছিলেন ভোর থেকে।
সকাল থেকেই উপজেলার প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, টিকা প্রত্যাশীদের উপছে পড়া ভিড়। গণটিকা কার্যক্রমে নিবন্ধন ছাড়াও এনআইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে থাকলেই টিকা পেয়েছে মানুষ। যাদের এ দু’টোও নেই, তারাও মোবাইল ফোন সাথে নিয়ে গেলে এসএমএস পেয়ে টিকা নিতে পারছেন। তবে প্রতিটি কেন্দ্রেই আগ্রহীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা পেয়ে খুশি সবাই। নানান অজুযাতে এতদিন যারা টিকা নেয়নি তারাও ভিড় করেছে কেন্দ্রে। গণটিকা কার্যক্রমের কারনে প্রতিটি কেন্দ্রেই ছিল বাড়তি প্রস্তুতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট এস এম মিজানুর জানান, দেশব্যাপী কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে শনিবার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে ১৫ হাজার ৬৭৮ জনকে। এ পর্যন্ত উপজেলায় করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৭৫ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৯১ হাজার ৩১৪ জন এবং বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪ হাজার ৩৫২ জন।
গাঁওদিয়া (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, আমার ইউনিয়নে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা পেতে সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে প্রচুর সংখ্যক মানুষ টিকা গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।