Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবর্তনের ভার এখন নবীনদের উপর: যবিপ্রবি উপাচার্য

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৭ পিএম

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, আমরা একটা পরিবর্তন চাই। শিক্ষা ও চিন্তার জগতে একটা পরিবর্তন চাই। তবে পরিবর্তনের এ ভার এখন নবীনদের উপর।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কেমিকৌশল বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, পৃথিবী অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের সাথে নিজেদের খাপ-খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব অনেক দেশে শুরু হয়ে গেছে। এটি ধরে রাখতে যে মেধা ও জ্ঞান অর্জন করতে হবে, সেটি তোমাদের অর্জন করতে হবে। তিনি বলেন, বিশ^বিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার জায়গা। এখানে স্বাধীনভাবে তোমরা চিন্তা করতে পারবে। এখানে ভালো-মন্দ দুটোই থাকবে। যে ভালোটাকে গ্রহণ করবে, সে প্রতিষ্ঠা পাবে। আর যে মন্দটাকে গ্রহণ করবে, সে মন্দই থেকে যাবে।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, যবিপ্রবিতে যোগদানের পরপরই এ বিশ^বিদ্যালয়কে একটি গবেষণা বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করেছিলাম। এটি বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়েছি। এখন বাংলাদেশের বড় বড় বিশ^বিদ্যালয়ের সাথে সাথে যবিপ্রবিকে নিয়েও আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় গুণীজনেরা এ বিশ^বিদ্যালয়ের নাম আলাদাভাবে জানেন। যবিপ্রবির নতুন এ ঝান্ডা বহনকারী হলে তোমরা। আমি তোমাদের এ বিশ^বিদ্যালয়ের আঙিনায় সেই ঝান্ডা বহনকারী দলে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো মনের আলোকিত মানুষ হয়ে এ বিশ^বিদ্যালয় থেকে বের হয়ে যাবে, এই প্রত্যাশা করি। যেকোনো প্রয়োজনে সব সময় তাঁর দ্বার উন্মুক্ত বলেও নবীন শিক্ষার্থীদের আশ^স্ত করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ