বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে প্রায় সাড়ে তিনশ’ কেন্দ্রে একযোগে চলছে গণটিকা কার্যক্রম। একদিনে ১ লাখ ৮০ হাজার টিকা প্রদানের টার্গেট রয়েছে স্বাস্থ্য বিভাগের। সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও সন্তোষজনক। সিভিল সার্জন অফিসের তথ্য মতে যশোর জেলার ১১ লাখ ২৯ হাজার ৩৫৭ জন মানুষ এখনো প্রথম ডোজের টিকা নেননি। এদেরকে টিকাদানের লক্ষেই গণটিকার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ, যশোর পৌরসভার, যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়সহ ৮টি উপজেলায় ৯৩ ইউনিয়নের প্রায় সাড়ে তিনশ’ কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। একদিনে ১ লাখ ৮০ হাজার জনকে প্রথম ডোজের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর বেশি হলেও টিকা দেয়া হবে।
সিভিল সার্জন বিপ্লব কান্তি দে জানান, আজকের পরও যদি কেউ প্রথম ডোজ নিতে না পারে তবে আগামীতে তারা টিকা নিতে পারবে। ভয়ের কিছু নেই। পর্যপ্ত টিকা মজুদ রয়েছে।
এ পর্যন্ত জেলায় ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জনকে প্রথম ডোজের টিকাপ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৭১৬ জনকে, আর তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৮৩ হাজার ৪৪১ জনকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।