Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে সাহিত্য পত্রিকা ‘দুর্বার’-র মোড়ক উন্মোচন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ পিএম

নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা দূর্বারের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সিংড়ার হাতিয়ানদহ গণ গ্রন্থাগারের আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্রন্থাগারের দাতা সদস্য ও হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চল আজীবন সদস্য ও লালোর ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক শুভ, নাটোর জেলা পরিষদ সদস্য প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, আজীবন সদস্য ব্যাংকার মাসুদ পারভেজ রেন্টু, আজীবন সদস্য সুনিল কুমার সরকার, প্রশান্ত কুমার সরকার ও আপাল কুমার প্রামানিক। অনুষ্ঠানে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চঞ্চল গ্রন্থাগারের উন্নয়নে সাবির্ক সহযোগিতার আশ্বাস দেন এবং সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মাদক এবং নেশামুক্ত সমাজ ও দেশ গড়ার জন্য সাহিত্য চর্চায় গুরুত্বারোপ করেন। ইউপি চেয়ারম্যান একরামুল হক গণ গ্রন্থাগারের উন্নয়নে পাশে থাকা এবং এ ধরনের কার্যক্রমে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতি আব্দুল মতিন, গ্রন্থাগারের উন্নয়নে এবং সাহিত্য ও জ্ঞান চর্চার ধারা ফুটিয়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করেন স্থানীয় স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ মফিজ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ