Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২১ এএম

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসাবে আজ প্রথম পর্যায়ে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি হবে। ১৫ মার্চ শেষ হবে কর্মসূচি।
ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। দ্রব্যমূল্য কমাতে এবং উপজেলা পর্যায় পর্যাপ্ত টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থককে আহ্বান জানিয়েছে বিএনপি। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১ দিনব্যাপি এ কর্মসূচির ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ