Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুঠিয়ার রিয়া আজারবাইজানে খুন

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৩ এএম

পুঠিয়ার রিয়া ফেরদৌসী (৩৩) নামের এক শিক্ষার্থী আজারবাইজানে উচ্চ শিক্ষা নিতে গিয়ে খুনের শিকার হয়েছে। গত বুধবার আজারবাইজানের সময় সকাল ১০টার দিকে এই খুনের ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসী রাজশাহী জেলার পুঠিয়া পৌর সদরের ৮নং কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের আবু বক্করের মেয়ে। নিহত রিয়ার পরিবারের দাবি হত্যার বিষয়টি গোপন করার চেষ্টা করেছে সেখানকার পুলিশ। এদিকে আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। এ কারণে ইরানের অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা করা হচ্ছে বলে জানাগেছে। নিহত রিয়ার বাবা আবু বক্কর বলেন, অনেক কষ্ট করে আমি সংসার চালাই। ছোট থেকেই মেয়েটি বড় হওয়া স্বপ্ন ছিলো। লেখাপাড়া শেষ করে সে ব্যারিস্টার হবে। এতে আমাদের সব কষ্টের শেষ হবে। এখন তা সব শেষ হয়ে গেলো। আমি গরিব মানুষ দূর দেশে কিভাবে আমার মেয়ের হত্যাকারী সনাক্ত করবো। তাদের বিচারের আওতায় আনবো। আমার একটাই দাবি সরকারের কাছে অন্তত আমার মেয়েটার লাশ যেন দেশে এনে আমাদের কাছে পৌঁছে দিলে তাকে আমাদের কাছে মাটিতো দিতে পারবো। এছাড়াও গত বৃহস্পতিবার বিকালে নিহত রিয়ার পরিবার তদন্তের দাবি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবেদন পত্রটি ইরানের বাংলাদেশি দূতাবাসে প্রেরণ করেছেন। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহারাওয়ার্দী হোসেন জানান, পুঠিয়ার একটি মেয়ে বিদেশে হত্যাকান্ডের শিকার হয়েছে শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি। তবে এখনো ভুক্তভোগি পরিবারের কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি বলে এ কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ