রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনার কয়রায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ৩নং কয়রা গ্রামের রমজান গাজীর ছেলে আমিরুল (২১) ও জমিরুল (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেজুর বাগ মসজিদের পাশে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভ্যানচালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর রাত প্রায় ৩টায় সে মারা যায়। নিহতের বোন শাহানার খাতুন সাথী জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের মধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে। ঐ ঘটনায় আমার ভায়ের মৃত্যু হয়। কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।