রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় মাস্টাপাড়া (সিনেমাহল বাজার) এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ফেনী র্যাব-৭ সদস্য জোয়ানরা। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রামগড়ের আনন্দপাড়ার আবু তাহেরের ছেলে আব্দুর রহিম মিলন (২৭) ও মাস্টারপাড়ার মৃত এবায়দুল হকের ছেলে আমানুল হক সোহেল। এজহারে জানা যায়, রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তি অবস্থান করছেন- এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দু’ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং সোহেলে থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। পরে রামগড় থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।