Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। সেই সঙ্গে সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ভর্তিচ্ছুরা উচ্চমাধ্যমিকে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেই সিলেবাস যথাসম্ভব অনুসরণ করে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ।

তিনি আরও বলেন, ‘আজ আলোচনায় শিক্ষা পর্ষদের বেশিরভাগ সদস্যই ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন। তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ