Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফান্দাউক দরবারের বার্ষিক মাহফিল সফলে পরামর্শ সভা

কে এম শামছুল হক আল-মামুন, ফান্দাউক দরবার শরীফ থেকে : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের শাহসূফী আলহাজ সৈয়দ আব্দুস ছাত্তার (রহ.) ও শাহসূফী আলহাজ সৈয়দ নাছিরুল হক (মাসুম) (রহ.) দ্বয়ের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সফল ও স্বার্থক করার লক্ষ্যে সম্প্রতি এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১১ ও ১২ মার্চ ফান্দাউক দরবার শরীফের বার্ষিক কেন্দ্রীয় ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ মাওলানা মুফতী শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইনীর সভাপতিত্বে এবং দরবার শরীফের ২য় ছাহেবজাদা ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নায়েবে আমীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইনীর পরিচালনায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় ছাত্রমহলের সহ-সভাপতি পীরজাদা সৈয়দ বাকের মোস্তাফা।
এতে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন, পীরজাদা আশরাফ উদ্দিন শামীম, পীরজাদা সৈয়দ শিবলীসহ হুজুরের মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ সহস্রাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বক্তারা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সফল ও স্বার্থক করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। পরে পীর সাহেব দরবার শরীফের কেন্দ্রীয় মাহফিলের সফলতা, বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য ও মুর্দা মুসলমান রুহের মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহ নিকট মোনাজাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ