Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে ঢাকা জেলা প্রশাসক

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪২ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন পরিবারে জমি ও ঘর উপহার, স্থাপনা ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ, শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরী রোডের অর্পিত সম্পতি বা ভিপি, কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তাচর ও রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা এলাকায় প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্র, শুভাঢ্যা নবনির্মিত ভূমি অফিস, জেলা প্রশাসন শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থান, বাস্তা ইউনিয়নের বোয়ালী গ্রাম উন্নয়ন সমিতি কার্যক্রম ও শাক্তা ইউনিয়নের অগ্রখোলা মাঠ (২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমের সমালয়ের চাষাবাদ) পরিদর্শন শেষ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পরিদর্শন ও সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল (ভূমি) সহকারী কমিশনার আব্দুল্লাহ আল রনি, কেরানীগঞ্জ দক্ষিণ (ভূমি) সহকারী কমিশনার আবু রিয়াদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রকৌশলী শাহজাহান আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান. সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, সমবায় কর্মকর্তা রুহুল আমিন, কৃষি কর্মকর্তা শহীদুল আমিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, যুব উন্নয়ন কর্মকতা বেগম ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, তথ্যসেবা নাজনিন নাহার, কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া, কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি আবুল কালাম আজাদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহম্মদ সাইদুর রহমান চৌধুরী, কালিন্দী ইউপি চেয়ারম্যান ফয়জুলল হক, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্প হাতে নিয়েছেন। যাদের জমি আছে ঘর নেই সেই সব দরিদ্র অসহায়দের ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা করে উপজেলা মাধ্যমে গৃহ নির্মান করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এসব কার্যক্রম স্বচ্ছতার সহিত বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে তিনি নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

এছাড়া তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের অত্যন্ত আন্তরিকভাবে ও কাঙ্খিত সময়ের মধ্যে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোসের্র উদ্ভোধন ও নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ বিষয়ক সংক্রান্ত মতবিনিময় সভা ও রোহিতপুর ইউনিয়নের মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ