বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বিশ^ মানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার অসাধারণ উদাহরণ- ফেয়ার গ্রুপ। তাদের মাঝেই রয়েছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।
ব্রিটিশ হাই কমিশনার গতকাল বুধবার নরসিংদীর শিবপুরে ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন শেষে বলেন, আমি নিজে ঘুরে দেখেছি, ফেয়ার ইলেক্ট্রনিক্স অসাধারণ উচ্চাভিলাষের বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশেই বিশ^ মানের পণ্য উৎপাদন করছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং খাতের প্রতিফলন ঘটিয়েছে। এটা সত্যিই অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও প্রেরণা যোগানোর মতোন বিষয়।
সকালে ফেয়ার ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে পৌঁছলে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনকে ফুলেল সম্ভাষণ জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। এ সময় ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান উপস্থিত ছিলেন।
বৃটিশ হাই কমিশনারের সাথে ছিলেন তাঁর পার্টনার মিস তেরেসা এলবর এবং হাই কমিশনের হেড অফ আইটি শাহরিয়ার রউফ, অ্যাকটিং হেড অফ ইন্টারন্যাশনাল ট্রেড জনাব খালিদ গাফফার ও হাই কমিশনারের এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট মাহতালাত মাহবুব। তারা ফ্যাক্টরির বিভিন্ন ফ্লোর ঘুরে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।
পরে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, আমরা প্রায়ই বলে থাকি, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতে বৈচিত্র্য আনা দরকার। এ দেশের গার্মেন্টস খাতের সাফল্যকে অন্যান্য খাতে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, ফেয়ার ইলেক্ট্রনিক্সের ফ্যাক্টরিতে সেটাই ঘটতে দেখলাম। ওরা প্রমাণ করে দিয়েছে যে এটা সম্ভব। আমি অত্যন্ত মুগ্ধ। ফেয়ার গ্রপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাই মিলে তা অর্জন করেছেন।
বৃটিশ হাই কমিশনার বলেন, আমি বিশ^াস করি বৃটিশ কোম্পানীগুলো ফেয়ার গ্রুপকে এ দেশে তাদের পার্টনার হিসাবে পেতে আগ্রহী হবে। আমি আমার টিমকে সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছি। আমি দেখেছি, নারী-পুরুষ সম্মিলিতভাবে পুরোপুরি সমান মর্যাদা নিয়ে এখানে একযোগে কাজ করছে। ফ্যাক্টরি ফ্লোরে তারা সবাই মিলে বাংলাদেশেই বিশ^ মানের পণ্য উৎপাদন করছে। আমি মনে করি এটাই বাংলাদেশের ভবিষ্যত।
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যারা বলে থাকেন বাংলাদেশের কি বিশ^ মানের পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে, ফেয়ার গ্রুপ তাদের জন্য উদাহরণ হিসাবে নিজেদের গড়ে তুলেছে। অবশ্যই বাংলাদেশ সেই সক্ষমতা রাখে। ফেয়ার গ্রুপ-ই তার প্রমাণ। ওদের অসাধারণ নেতৃত্ব এবং সমতাভিত্তিক, তরুণ, উদ্ভাবনী টিমের এই অর্জনে আমি মুগ্ধ।
বৃটিশ হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের এই সফর আমাদেরকে দারূণভাবে উৎসাহিত করেছে এবং অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি ভবিষ্যতে খ্যাতনামা বৃটিশ কোম্পানির সাথে যৌথভাবে বাংলাদেশে শিল্প-কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। মাহবুব বলেন, বাংলাদেশে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-এর ক্ষেত্রে বৃটিশ কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে ফেয়ার গ্রুপ তাদের সাথে কাজ করতে আগ্রহী।
ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর চৌধুরী (অব:), চীফ মার্কেটিং অফিসার মো: মেসবাহ উদ্দিন, পরিচালক (প্রশাসন) লে: কর্ণেল নূর মোহাম্মদ সিকদার, হেড অফ কমিউনিকেশন এন্ড কর্পোরেট ফিলান্ত্রপি হাসনাইন খুরশেদ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট রায়ান আহমেদ এবং সিওও (ফ্যাক্টরি) ব্রিগেডিয়ার জেনারেল আকরামুল হক (অব:) এ সময় উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড তার এই নরসিংদী ফ্যাক্টরিতে বিশ^খ্যাত স্যামসাং-এর মোবাইল ফোন এবং টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওয়েভ ওভেন উৎপাদন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।