Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর দূর্গাপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৭ পিএম

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের এক নেতাকে নিজ গ্রামেই চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টা দিকে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজালখলসী সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই আওয়ামী লীগ নেতার নাম মোস্তফা কামাল বাবলু (৫২)। তিনি কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবলুর ছোটভাই জানান, তাঁর বড়ভাই মোস্তফা কামাল বাবলু স্থানীয় উজালখলসী বাজার থেকে বুধবার রাত ১০ দিকে মোটরসাইকেল যোগে বাড়ি আসছিলেন। এ সময় উজালখলসী সরকার পাড়ায় চারটি মোটরসাইকেল যোগে ৮-১০জন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেল থামিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এক পর্যায়ে বাবলু জ্ঞাণ হারিয়ে ফেললে দুর্বৃত্তরা মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের ৮নম্বর ওয়াডে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ আসেনি। ঘটনাটি খোঁজ নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ