Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুস্টার ডোজ নেয়ার পর খালেদা জিয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৩ পিএম | আপডেট : ৯:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

করোনার টিকা বুস্টার ডোজ নেয়ার পর সুস্থ আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গতকাল বুস্টার ডোজ নেয়ার পর রাত পর্যন্ত খালেদা জিয়ার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি ভালো আছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল রাত পর্যন্ত ম্যাডাম ভালো ছিলেন। সকালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে কিনা আমার জানা নেই। একই কথা বলছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, রাতে ম্যাডাম ভালো ছিলেন। সকালে এখনও আমি খোঁজ নেইনি। গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রথম ডোজ নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।

তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ম্যাডাম করোনা আক্রান্ত হওয়ার পর ভালো আছেন। কিন্তু করোনা টিকা নেওয়ার কারণে জ্বর এসেছে, এটা স্বাভাবিক। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া গতকাল বুধবার টিকার বুস্টার ডোজ নেন। এরআগে গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ, ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন তিনি। গত ১১ এপ্রিল খালেদা জিয়াসহ তার ব্যক্তিগত স্টাফরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন ৫৪ দিন খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুস্টার ডোজ

৩০ জানুয়ারি, ২০২২
১৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ