Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

 পরিবর্তিত বিশ্বরাজনীতির ঢেউ বাংলাদেশেও লেগেছে : জি এম কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম

বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ বাংলাদেশেও লেগেছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, বিকল্প শক্তি চায়।

আজ বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জি এম কাদেরের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে যান। সে সময় তিনি এসব কথা বলেন।জি এম কাদের বলেন, মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে। আমাদের প্রতি তাদের প্রত্যাশা বেশি। দেশের মানুষের প্রত্যাশা পূরণেই আমাদের রাজনীতি।

পার্টির চেয়ারম্যানের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, গোলাম কিবরিয়া টিপু, ফকরুল ইমাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদসহ অন্য নেতারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জি এম কাদের

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ