Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরলেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫৭ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। নির্বাচনে আমেজ কাটিয়ে পুরোদমে কাজে ফিরেছেন তিনি। এরই মধ্যে আরএফএল গ্যাস স্টোভ এর নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্য ধারন করা হয়। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মান করেছেন শাফায়াত হোসেন শাওন।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন, ‘ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং-এর কাজ শেষ করেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’। শিগগিরই আরো দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দুটিতে মৌসুমী’র সঙ্গে ওমর সানী থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমীর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় করতে থাকেন একের পর এক সিনেমাতে। মৌসুমী এখনও অভিনয় করে চলেছেন সমানে। শুধু অভিনয়ই করছেন না, নব্বইয়ের দশকের সেই ব্যস্ততা যেন ফিরে এসেছে তার ক্যারিয়ারে। বর্তমান কাজের ফিরিস্তি অন্তত সে কথাই বলছে।

এদিকে, সিনেমার ব্যস্ততার পাশাপাশি সাপ্তাহিক পত্রিকা ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদক হিসেবেও গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত কাজ করছেন মৌসুমী। রয়েছে তার ব্যক্তিগত ব্যবসাও। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে তিনি মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য হয়েছেন। যদিও এখনও শপথ নেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ