Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অনলাইন সুবিধা পাচ্ছে ৪ কোটি মানুষ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ইন্টারনেট ডটঅর্গ এখন বিশ্বের প্রায় ৪ কোটি মানুষকে অনলাইন সুবিধা পেতে সহায়তা করছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক খতিয়ান প্রকাশ করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্বল্পোন্নত দেশগুলোয় সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ফেসবুকের নানা পদক্ষেপের কথাও জাকারবার্গ বলেন আয় বিবরণী প্রকাশ অনুষ্ঠানে। আগামী দশকের জন্য করা পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এখন মূল বিষয়গুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপারটি অন্যতম বলে নিশ্চিত করেন। জাকারবার্গ বলেন, ইন্টারনেট ডটঅর্গের মাধ্যমে আমরা চার কোটি মানুষের মধ্যে যোগাযোগের বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছি। এক্সপ্রেস ওয়াই-ফাই কর্মসূচিতেও ইতিবাচকভাবে এগোচ্ছি আমরা। এক্সপ্রেস ওয়াই-ফাই ইন্টারনেটের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সৃষ্টিতে সহায়তা করবে। ২০১৪ সালে ইন্টারনেট ডটঅর্গের যাত্রা হয় ফেসবুক ও অন্য ছয় প্রতিষ্ঠানের হাত ধরে। ওই সময় ৩০ লাখ ব্যবহারকারী নিয়ে শুরু হয়েছিল এর কার্যক্রম। ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে পৌঁছে ১ কোটি ৫০ লাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইন সুবিধা পাচ্ছে ৪ কোটি মানুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ