বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাস্তার সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুবির ৪নং গেট সংলগ্ন এলাকার দক্ষিণ মোড় রাজারখোলা রাস্তা অবরোধ করেন তারা। পরবর্তীতে ১০ দিনের ভেতর অন্তত ভিসির বাসভবন থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত অংশের কাজ শুরুর আশ্বাস দিলে বিকেলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, কুবি সংলগ্ন নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী আবাসিক হলের সামনে থেকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পর্যন্ত ভালো রাস্তার পিচ ঢালাই উঠিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে নষ্ট করে ফেলে রাখা হয়েছে। যার কারণে গাড়ি চলাচল করলে ধুলাবালি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এমনকি পাশের হোটেলগুলোতে বসে খাবারও খাওয়া যাচ্ছে না। তাই দ্রুত সময়ে এ রাস্তার কাজ শুরু করতে হবে এবং সংস্কারের আগে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।
এ ব্যাপারে কুবি প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাসের বাইরের সড়ক হওয়ায় সরাসরি আমরা কিছু করতে পারি না। তবে এলজিআরডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।
রাস্তার ঠিকাদার আবুল কালাম আজাদকে (সোহাগ) ফোন করলে তিনি বলেন, আমরা প্রথমে যে বিল দিয়েছিলাম, তা না পাওয়াতে কাজ ধরতে পারিনি। এখন লোন করেছি, আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আশা করছি মার্চের এক তারিখ থেকে কাজ ধরতে পারব।
এছাড়াও ধুলাবালি নিরসনে আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই পানি ছিটানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।