বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে বিভিন্ন স্থান থেকে গভীর ও অগভীর নলকূপ, মিল কারখানার- চুরি হওয়া মিটার ও অন্যান্য সরঞ্জামাদিসহ সক্রিয় ৭জন এবং পৃথকভাবে মোটরসাইকেল চুরির আরও ৪ জন চোর চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া মিটার চোর চক্রের ব্যক্তিরা হলেন- কালাই উপজেলার বেগুন গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে মাহাফুজার রহমান সাদ্দাম (৩০) একই উপজেলার কাথাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে জয়নাল হাজারি মফিজুল (৩৭), মাত্রাই গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে জাকারিয়া (২৫), একই গ্রামের মিনহাজুলের ছেলে আরিফ হোসেনে(২০), ময়নুলের ছেলে সুজাউল মযা (২০), দেওগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আঞ্জুমান (২৯) এবং হাটশিখা গ্রামের বলরাম চন্দ্রের ছেলে কানাই চন্দ্র মহন্ত।
এবং মোটরসাইকেল চোর চক্রের ব্যক্তিরা হলেন-জেলার পাঁচবিবি পৌরসভা ফকিরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে তুহিন হাসান (২১), একই এলাকার আতোয়ার হোসেনের ছেলে নাদিম হাসান (১৯), মুন্সিপাড়া এলাকার আতিকুজ্জামানের ছেলে লাবিব হাসান (২০) ও ফকিরপাড়ার আমজাদ হোসেনের ছেলে মো. শাওন (২৫)।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, সম্প্রতি একদল সংঘবদ্ধ চোর চক্র গভীর-অগভীর নলকূপ, মিলকারখানার মিটার ও ট্রান্সফরমার চুরি করে। পরে সেখানে ফেলে রাখা হয় চিরকুটে লেখা মোবাইল নম্বর। দাবি করা হয় চাঁদা। আর বিকাশের মাধ্যমে সেইসব মোবাইল নম্বরে দাবীকৃত অর্থ নিয়ে সেগুলো ফেরত দেয়া হতো। এতে গ্রাহকরা বিড়ম্বনা ও বেকায়দায় পরতেন। উদ্ভূত পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলা পুলিশ ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৪টি মিটার ও মিটার চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ ৭জনকে গ্রেপ্তার করেছেন। এখন পর্যন্ত ২০জন সক্রিয় চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে মানুষকে জিম্মি করে অপরাধ করে আসছিল। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা ছড়াও দেশের বিভিন্ন জেলায়- হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, এছাড়াও মোটর সাইকেল চুরির ৪জন সক্রিয় সদস্যকেও চুরি হওয়া মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।