বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী দুর্গাপুরের হাটকানপাড়া বাজারে সাখাওয়াত হোসেন বিজয় নামের এক ব্রয়লার ব্যবসায়ীর খামারে বিষ প্রয়োগ করে মুরগি মারার অভিযোগ উঠছে। এতে ওই খামারের শতাধিক মুরগি মারা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার হাটকানপাড়া বাজারে ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী। পরে থানার পুলিশ ঘটনায় স্থল পরিদর্শন করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ব্রয়লার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন হাটকানপাড়া বাজারে দুইটি ঘর ভাড়া নিয়ে মুরগির ব্যবসা করেন। সেখানে প্রায় শতাধিক মুরগি ছিল। মঙ্গলবার সন্ধ্যা রাতে মুরগির দুটো ঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন তাঁর খামারের দুটি ঘরের সব মুরগি মরে পড়ে আছে। কে বা কারা রাতে তাঁর দুইটি মুরগির ঘরে বিষ প্রয়োগ করে।
ব্রয়লার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বিজয় বলেন, তার খামারে শতাধিক মুরগি ছিল। একেকটির ওজন দুই থেকে আঁড়াই কেজি করে। খামারের বেড়ার ফাঁক দিয়ে বিষ স্প্রে করে। প্রায় ১লাখ ৩০ হাজার টাকার মুরগি মারা গেছে।
তিনি বলেন, খামার থেকে তাঁর সংসার ও ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ চলে। এখন আমি সর্বস্বান্ত। পার্শ্ববর্তী এক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনও করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।