Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলন মেলা’’২২ কে ঘিরে রাজশাহী মহানগরীতে এখন সাজ সাজ রব

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৯ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ ও বাংলাদেশ ভারত মৈত্রী পঞ্চাশ বছর পূর্তিতে ফ্রেন্ডস অব বাংলাদেশর উদ্যোগে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলন মেলা’’২২ কে ঘিরে রাজশাহী মহানগরীতে এখন সাজ সাজ রব। বর্নিল সাজে সাজানো হয়েছে চারিদিক। সাফ সুতারো করে তোলা হয়েছে রাস্তাঘাট। নেই ফুটপাতে অবৈধ দখলের পসরা। এযেন এক অন্য নগরী। রং লেগেছে রাস্তা ঘাটে। রাতের বেলা আলো ঝলমল নগরী।

২৫ ফেব্রæয়ারী থেকে ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত চলবে এ মিলন মেলা। রাজশাহী কলেজ মাঠে আলোচনা আর দু’দেশের শিল্পিদের নিয়ে গানের আসর। মিলন মেলায় প্রধান অতিথি হয়ে আসছেন ভারতের ত্রিপরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। আসবেন অভিনেত্রী ঋতুপর্না সেন গুপ্তের নেতৃত্বে একটি সাংস্কৃতিক দল। থাকবেন বাংলাদেশের শিল্পিরাও।

অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্দে পলক। এতে রাজশাহী বিভাগের এমপিরাও থাকবেন।

অতিথিরা বিমানযোগে হযরত শাহমখদুম (রূ:) বিমান বন্দর ও সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আসবেন ২৫ ফেব্রæয়ারী। ২৬ ফেব্রæয়ারী নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। তারপর শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। অংশ নেবেন নগর ভবনের গ্রীনপ্লাজায় নাগরিক সংবর্ধনায়। অতিথিরা বাকী দু’দিন রাজশাহী নাটোরের বিভিন্ন ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করবেন। রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে প্রকাশিত হচ্ছে সমৃদ্ধ সুভ্যেনির। রাজশাহী শিল্প ও বনিক সমিতি আয়োজন করেছে রাজশাহীর ঐতিহ্যবাহী পন্য নিয়ে মেলার। আয়োজক কমিটির আহবায়ক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আয়োজক কমিটি দিনরাত কাজ করে চলেছেন। মেয়র সার্বিক খোজ খবর নিচ্ছেন। দিক নির্দেশনা দিচ্ছেন। সবার লক্ষ্য আয়োজনকে সার্থক করে তোলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ