Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্সরবোর্ডে প্রশংসিত রফিক সিকদারের বসন্ত বিকেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

তরুণ চলচ্চিত্র পরিচালক রফিক সিকদার পরিচালিত রোমান্টিক-ট্র্যাজেডি গল্পের সিনেমা বসন্ত কোকিল সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দেখে বোর্ড সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। এর ভিন্নধর্মী গল্প এবং এর উপস্থাপন তাদের মুগ্ধ করেছে। তারা মন্তব্য করেছেন, দেশের চলচ্চিত্রের মন্দাবস্থায় সিনেমাটি দর্শকদের সিনেমা হলে আনতে অনুপ্রাণিত করবে। সিনেমাটির গল্প রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন রফিক সিকদার। প্রযোজনা করেছে আরবিএস টেক লিমিটেড। এতে জুটি হয়েছেন শিপন মিত্র ও নবাগতা শাহ হুমায়রা সুবাহ। এই চলচ্চিত্রে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা ও হাহাকারের গল্প তুলে ধরা হয়েছে। গল্পের স্থান মহানায়িকাসুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে হিন্দু ধর্মাবলম্বী রুদ্র ও চন্দ্রাবতীর সম্পর্ক শৈশব থেকে। পরিণত বয়সে যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে। পাশাপাশি মা ও ছেলের পারিবারিক স¤পর্কের বিভিন্ন দিকস চিত্রিত হয়েছে। সিনেমাটি এই বসন্তেই মুক্তি দিতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ