Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’য় দ্বিতীয় শাবি

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪১ পিএম

‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলা ভাষায় প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট কার্যক্রমে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদের উৎসাহ যোগানোর উদ্দেশ্যে আয়োজিত ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AIl for Bangla) প্রতিযোগিতায় দ্বিতীয়স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট ড্রিমারস’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে টিমের গাইড এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এসিসট্যান্ট প্রফেসর মো. মেহেদী হাসান নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

মো. মেহেদী হাসান নাহিদ বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং লেখক ও তথ্যপ্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, বিসিসি ও আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওয়াতায় এ প্রজেক্টে ১৪৭টি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিলো। যেখান থেকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ‘টপ-১০’ প্রজেক্ট সিলেক্ট করা হয়। আজ মঙ্গলবার চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রথম হয়েছে ‘অভিযাত্রীক’ এবং তৃতীয় হয়েছে ‘ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেড’ ও ‘অনুমিতি’। আমাদের ‘সাস্ট ড্রিমারস’ দ্বিতীয় স্থান অর্জন করেছে। জানা যায়, 'ঝটঝঞ ইধহমষধ ঘখচ ঃড়ড়ষ শরঃ' প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় এ টিমের আওতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ ফয়সাল ও মোহাইমিন আবিদ মেহেদী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ