Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যাত্রা শুরু করল প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাটিউব এন্টারটেইনমেন্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজশাহীতে যাত্রা শুরু করলো গান, নাটক ও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাটিউব এন্টারটেইনমেন্ট। এটি উব্দোধন করেছেন শিল্প-সংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজগঞ্জের সাবেক এমপি সঙ্গীতশিল্পী চয়ন ইসলাম। সাথে ছিলেন রাজশাহীর বেশকিছু কলাকুশলীরা এবং বাংলাটিউব এন্টারটেইনমেন্ট-এর টিমের সকল সদস্যরা। প্রতিষ্ঠানটি চালু করেছেন সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। আহম্মেদ হুমায়ূন ১৮ বছর ঢাকায় কাজ করে নিজ শহর রাজশাহীতে ফিরে গেছেন। সেখান থেকেই তার কর্মজীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় গড়েছেন নিজের গানের স্টুডিও, প্রডাকশন হাউজ ও ভিডিও এডিটিং প্যানেল। আহম্মেদ হুমায়ূন জানান, রাজশাহী বিশাল একটা বিভাগীয় শহর এবং নিজস্ব শিল্প সংস্কৃতির শহর, তাই নিজেদের শিল্প সংস্কৃতি সারা দেশের মানুষ ও বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। এখানে বসেই দেশি, বিদেশী সকল গান তৈরী করে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, রাজশাহী শহরে প্রতিভাবান শিল্পী রয়েছে। তারা সুযোগ পাচ্ছে না, তাদের নিয়েও কাজ করছি। অনেকে আছেন যারা পড়াশোনার জন্য কিংবা টাকার জন্য ঢাকা থাকতে পারেন না, তারা চাইলে এখানেই কাজ করতে পারবেন। আর সেরকম প্রস্তুতি নিয়েই এগুচ্ছে বাংলাটিউব এন্টারটেইনমেন্ট। তাদের জন্য উন্মুক্ত থাকছে আমাদের বাংলাটিউব এন্টারটেইনমেন্ট-এর নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ এবং ওয়েস সাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ