Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কখনোই ‘প্যাম অ্যান্ড টমি’ দেখবেন না প্যামেলা অ্যান্ডারসন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসন সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ‘প্যাম অ্যান্ড টমি’ সিরিজটি দেখবেন না। এই সিরিজ তার এবং তার একসময়ের স্বামী টমি লি’র কুখ্যাত সেক্স টেপ নিয়ে নির্মিত হয়েছে। ‘প্যাম অ্যান্ড টমি’ সিরিজটি ‘বেওয়াচ’ তারকার সঙ্গে মটলি ক্রু ব্যান্ডের ড্রামার এবং পরে তার স্বামী টমি লির সঙ্গমের ভিডিও চুরি এবং ইন্টারনেটে প্রকাশের পেছনের কাহিনী এই সিরিজে বিবৃত হয়েছে। সিরিজে প্যামেলা ও টমির ভূমিকায় অভিনয় করেছেন লিলি জেমস এবং সেবাস্টিয়ান স্ট্যান। এক সূত্র বলেছে, আমি জানি, তিনি এটি দেখবেন না। এখন থেকে অনেক বছর পরে বা তিনি ট্রেইলারও দেখবেন না। লিলি এবং সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছে, তারা সিরিজ নির্মাণের অনেক আগে থেকে প্যামেলার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু অভিনেত্রী কোনও সাড়া দেননি। তারপর নির্মাণের সময়ও যোগাযোগ করা হয়। অন্যদিকে টমির সঙ্গেও যোগাযোগ করা হয়, তার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তার কাছে যে কেনও প্রচারই ‘ভাল প্রচার’। ২০১৪তে রোলিং স্টোন সাময়িকীতে প্রকাশিত একটি প্রবন্ধ অবলম্বনে নির্মিত এই ছুতায় নির্মাতারা প্যামেলার অনুমতির আর প্রয়োজন বোধ করেনি। এক সূত্র বলেছে, কল্পনা করুন আজকের কোনও তারকার নগ্ন ছবি এমন করে প্রকাশিত হলে কী হত। ৯০ দশকে প্যামেলার শরীরকে এক বিচারক জনতার সম্পত্তি বলে রায় দিয়েছিলেন। তাতে টেপটি চুরি করার অভিযোগ থেকে রেহাই পায়। তাতে আদালত সিদ্ধান্তে পৌঁছে তার শরীর নিজের নয় বরং বিশ্বের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ