রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনিতে নব-নির্বাচিত ইউপি মেম্বার ও মহিলা মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৩৩ জন সংরক্ষিত সদস্যের (মহিলা মেম্বার) দু’টি গ্রুপে বিভক্ত করে শপথ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। লিখিত শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীস সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ১১ ইউপি চেয়ারম্যান, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।