Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদদের স্মরণে বাইসাইকেল রাইড

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনা সাইক্লিং কমিউনিটি-বিসিসির উদ্যোগে ৫২ জন সাইক্লিস্টের অংশগ্রহণে ৫০ কিমি সাইকেল রাইড অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের স্মরণে বিসিসির সদস্যরা সকাল ৭ ঘটিকায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে সাইক্লিস্টরা বেতাগী উপজেলার কাউনিয়ায় জমিদার বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেয়। সেখানে অবস্থান করে বাংলার প্রাচীন আমলের জমিদার বাড়ি ঘুরে দেখে। তারপর চান্দখালী ঘুরে দুপুর ২.৩০ মিনিটে বরগুনার কেন্দ্রীয় শহিদ মিনারে রাইড সমাপ্ত হয়।
ব্রাদার্স ইলেকট্রনিক্স, বরগুনার সহযোগিতায় ভাষা দিবসে সাইফুল ইসলাম রাসেল, এহসান আহমাদ নোমান, আবিদ হাসান, ইলহাম, মো. রায়হান, মুবিন, মারিয়া মীম, বায়েজীদ, জাওয়াদ, সাজ্জাদুল হক, কাজী রুবায়েত, সাগর, আলিফ, রাজিব, রায়হান, তাওহীদ, পৃথক আহম্মেদ, বাপ্পি, রাইহান, সামি, বাপন, কল্প, ফারদিনসহ অন্যান্য সাইক্লিস্টরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বরগুনা সাইক্লিং কমিউনিটি-বিসিসি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সাপ্তাহিক রাইড, দিবসভিত্তিক বিশেষ রাইড, সাইকেল প্রতিযোগিতার আয়োজন, সাইকেল চালানো ও সাইকেল স্ট্যান্ট প্রশিক্ষণ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ