রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ীতে মতিন শেখ (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করে ৮৬ হাজার টাকাসহ ভারতীয় মুদ্রা ও সীমকার্ড উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাত ১টায় উপজেলার বানাহার সীমান্তের ৩০৪/২এস আর্ন্তজাতিক সীমান্ত পিলারের একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ওই হোন্ডি ব্যবসায়ীকে আটক করে, ভারতীয় মুদাসহ হোন্ডিতে পাচার করা টাকা একটি মোবাইল ফোন ও একটি ভারতীয় মোবাইল সীম কার্ডসহ উদ্ধার করা হয়। আটক মতিন শেখ উপজেলার বানাহার গ্রামের মোস্তাহার মিয়ার ছেলে। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ বলেন- জলপাইতলী বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার নুর মোহাম্মদের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে বানাহার সীমান্তের ৩০৪/২এস আর্ন্তজাতিক সীমান্ত পিলারের একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার সময় ধৃত হোন্ডি ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে।
ভারতীয় মুদ্রা ও সীম কার্ডসহ পাচার করা টাকা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।