Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুন্ডি ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ফুলবাড়ীতে মতিন শেখ (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করে ৮৬ হাজার টাকাসহ ভারতীয় মুদ্রা ও সীমকার্ড উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাত ১টায় উপজেলার বানাহার সীমান্তের ৩০৪/২এস আর্ন্তজাতিক সীমান্ত পিলারের একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ওই হোন্ডি ব্যবসায়ীকে আটক করে, ভারতীয় মুদাসহ হোন্ডিতে পাচার করা টাকা একটি মোবাইল ফোন ও একটি ভারতীয় মোবাইল সীম কার্ডসহ উদ্ধার করা হয়। আটক মতিন শেখ উপজেলার বানাহার গ্রামের মোস্তাহার মিয়ার ছেলে। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ বলেন- জলপাইতলী বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার নুর মোহাম্মদের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে বানাহার সীমান্তের ৩০৪/২এস আর্ন্তজাতিক সীমান্ত পিলারের একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার সময় ধৃত হোন্ডি ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে।
ভারতীয় মুদ্রা ও সীম কার্ডসহ পাচার করা টাকা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ