Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতিমূলক সভা

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

কুলাউড়ায় একদিনে এক কোটি কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী কোভিড ভ্যাক্সিন একদিনে ১ কোটি টিকা দেয়ার লক্ষ্যে কুলাউড়ায় ওইদিন ১টি পৌরসভা ও ১৩ ইউনিয়নে একযোগে ১৭ হাজার লোকজনকে শেষবারের মতো করোনা ভ্যাক্সিনের টিকা প্রদান করা হবে। ২৬ ফেব্রুয়ারির পর থেকে প্রথম ডোজ আর কাউকে দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ফেরদৌস আক্তার, আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, এলজিডি অফিসার আমিনুল ইসলাম মৃধা, ওসি তদন্ত আমিনুল ইসলাম, ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী সোহাগ, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুর ইসলাম আজাদ, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান প্রমুখ।
, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ