রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভাষা প্রতিযোগিতা
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে চিত্রাঙ্কন মারমা ভাষাভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ৮০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন মারমা ভাষাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষাপরিষদ কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। পরে বিজয়ীদের হাতের লেখায় ক, খ, গ বিভাগে ৩ জন করে ৯ জন, কবিতায় ৯ জন ও চিত্রাঙ্কনে ক, খ বিভাগে ৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিচারকে দায়িত্বে ছিলেন ভদন্ত সুমনাথের (প্রতিষ্ঠাতা), পরীক্ষা নিয়ন্ত্রক হ্লাসিংথোয়াই মারমা। মংসাউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. অংক্যজাই মারমা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে চাইলা মারমা, ভদন্ত নাইন্দাগা ভিক্ষু,ভদন্ত এম ইন্দবংশ,ভদন্ত আগাসারা ভিক্ষু। অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে নিজ নিজ মাতৃভাষার প্রতি অফুরন্ত ভালোবাসার মধ্য চিত্রাঙ্কনে ফুটিয়ে তোলে অংশ গ্রহণকারীরা।
ট্রেনে কাটায় প্রাণহানি
দিনাজপুর অফিস
দিনাজপুর সদরের চুনিয়াপাড়া এলাকায় আল আমিন নামে এক কিশোরের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করছেন তারা। নিহত আল আমিন (১৮) দিনাজপুর সদরের দিঘন হাজীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে সে মানষিক সমস্যায় ভোগার কারণে আত্মহত্যা করেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। দিনাজপুরের রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের চাকায় দ্বিখন্ডিত লাশ উদ্ধারে করা হয়েছে। আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে। মানষিক সমস্যায় ভুগে আত্মহত্যা করেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে এক শিক্ষক দম্পতির বাসায় দিনদুপুরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে টিএনটি রোডস্থ তারা ভবনে এ ঘটনা ঘটে। চোরেরা বাসার দরজা তারার লক ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরার লকার ভেঙে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বার্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় কলেজে ছিলেন। পাশের বাসার লোকজন বাসার তালা ভাঙা দেখে ওই শিক্ষককে খবর দেন। তিনি সাড়ে ১১টার দিকে বাসায় এসে স্টিলের আলমিরাসহ সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানার ওসি গাজী আতাউর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বাল্যবিয়ের পরিণতি আত্মহত্যা!
গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা
হুসনেয়ারা খাতুন বৃষ্টি। বয়স ১৫ বছর। হাসপাতালের কেবিনে পড়ে আছে নিথর দেহ। যে বয়সে সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা ছিলো সেই বয়সে চির ঘুমে ঘুমিয়েছে বৃষ্টি। বলছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট আদর্শ গ্রামের দিনমজুর নুর ইসলামের মেয়ে হোসনেয়ারা খাতুন বৃষ্টির কথা। গত সোমবার পারিবারিক কলহে বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বাল্যবিয়ে দেয়া হয় বৃষ্টিকে। আনুমানিক এক বছর পূর্বে পাশ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের গুটিয়া মহিষমারি এলাকার আব্দুর রহিমের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে সাংসারিক ও শশুড় বাড়ির লোকজনের সাথে মানিয়ে নিতে পারেনি বৃষ্টি।
পারিবারিক কলহ ও মানষিক যন্ত্রতা থেকে মুক্তি পেতেই বৃষ্টি আত্মহত্যা করেছে বলে সকলেই ধারণা করছেন। এ বিষয়ে গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজের প্রভাষক মো. মাজেম আলী মলিন বলেন, অল্প বয়সের মেয়েদের বিয়ে দেয়ার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের মাঝে বাল্যবিয়ে রোধে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। বাল্যবিয়ে বন্ধ হলেই আত্মহত্যার প্রবণতা কমে যাবে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।