Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে ১০৮ইউপি সদস্যদের শপথ গ্রহন

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৯ পিএম

গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনে নব-নির্বাচিত ১০৮জন ইউপি সদস্য শপথ গ্রহন করেছেন। শপথ বাক্য পাঠ করান গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। এরপর (ইউএনও) মোছাঃ রওনক জাহান ৯টি ইউনিয়নের শপথ গ্রহনকারী সকল ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের’কে শতভাগ নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিশ্চিত করতে হবে সকল প্রকার নাগরিক সেবা। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

উপজেলা প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, গাবতলী সদর ইউপির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, এসআই সুব্রত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, কাগইল ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, মহিষাবান ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, নশিপুর ইউপির চেয়ারম্যান রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, বালিয়াদিঘী ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী ফকির ও সাংবাদিক’সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ