Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে জোড়া খুন: আসামিরা জামিনে এসে ফের তৎপর

আটক-৩

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৩ পিএম

গত ২১সালের ২৮জানুয়ারী বিশ্বনাথের ঐতিহ্যবাহী চাউলধনী হাওর পাড়ে চৈতননগর গ্রামের ছরকুম আলী দয়াল নিজ কৃষি জমিতে কাজ করার সময় সাইফুল ও তার বাহিনীর বন্দুকের আঘাতে ছরকুম আলী দয়ালকে হত্যা করা হয় এবং ১মে স্কুলছাত্র সুমেলকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এ সময় সুমেল সহ ৫জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকে। গত ২১অক্টোবর বাদী পক্ষ ঢাকার সেগুনবাগিছার একটি ভবন থেকে হত্যাকান্ডের প্রধান আসামী লন্ডনি সাইফুলকে আটক করে রমনা থানায় হস্তান্তর করার হয়। বাকি আসামিদেরকে পুলিশ বিভিন্ন সময়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কিন্ত আসামিরা গত কয়েক দিন আগে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ফের তৎপর হয়ে উঠে।

সোমবার থেকে আসামি শাহিন ও সহযোগীরা আবারও হাওরে সেচের মাধ্যমে মাছ ধরার পরিকল্পনা করে এবং আজ মঙ্গলবার সকালে সেচের মেশিন সরঞ্জাম ও সংঘর্ষ এড়াতে দেশিয় অস্ত্র নিয়ে হাওরে অবস্থান নেয়। খবর পেয়ে এলাকাবাসী হাওরে এসে জড়ো হয়ে সেচ দিয়ে মাছ ধরতে বাধা দেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেচের মেশিন ও দেশিয় অস্ত্রসহ ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, দশঘর নোয়াগাঁও গ্রামের মখছির আলীর পুত্র আলমাছ আলী (৩১), ছিক্কা গ্রামের শানুর আলীর পুত্র উমর আলী (৩২) ও একই গ্রামের আজর আলীর পুত্র আশরাফ উদ্দিন (৩০)।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি গাজি আতাউর রহমান ইনকিলাবকে বলেন, ৩ব্যক্তি হাওরে মাছ ধরতে এসেছিল। এলাকাবাসী তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। যাচাই বাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ